Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি

শরণখোলা উপজেলারপটভূমি

বাগেরহাট জেলার সর্ব দক্ষিণে অবস্থিত শরণখোলা উপজেলা। উপজেলাটি চারটি ইউনিয়ন নিয়ে গঠিত। যথাক্রমে ১. ধানসাগর, ২. খোন্দাকাটা, ৩.রায়েন্দা, ৪. সাউথখালী, শরণখোলা উপজেলার উত্তরে মোড়লগঞ্জ উপজেলা, পূর্বে বলেশ্বর, পশ্চিম ও দক্ষিণে ম্যানগ্রোভ সুন্দরবন, শরণখোলা উপজেলাটি ২২৩৯ উত্তর অক্ষাংশ এবং৮৯৪৭ পূর্বদ্রাঘিমাংশে অবস্থিত। শরণখোলার মোট আয়তন ১৫১.৯৭ বর্গকিলোমিটার (৭০.৩৮বর্গমাইল)। ৪৪টি গ্রাম, ১১টি মৌজা, ৩৬ টি ওর্য়াড, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা বলেশ্বর নদীর তীরবর্তী ও সুন্দরবনের কোল ঘেসে অবস্থিত।প্রাকৃতিক প্রভাব ও ভৌগলিক অবস্থানের উপরভিত্তি করে উপকূলীয় এলাকা দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন তীরবর্তী এবং অন্তবর্তী উপকূলীয় এলাকা। মানচিত্রে শরণখোলার শরণখোলার অবস্থান জানতে   http://sarankhola.bagerhat.gov.bd/node/1139723

১৯৮২সালে শরণখোলা থানা দপ্তর স্থাপিত হয়। শরণখোলার সুন্দরবনের দুর্নিতি/চোরাচালান/ডাকাত দমন করার লক্ষ্যে তাফালবাড়ী, বড়রাজাপুর পুলিশ ফাঁড়ি স্থাপনসহ শরণখোলা ফরেষ্ট রেঞ্জ অফিস ও কোষ্টগার্ড ষ্টেশন স্থাপন করা হয়।১৯৮৫ খ্রিস্টাব্দে শরণখোলা উপজেলার সৃষ্টি হয়।বাগেরহাট সদর উপজেলার প্রথম উপজেলা নির্বাহী অফিসার ছিলেন জনাব, তড়িৎ কান্তি রায়।শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন সম্পন্ন হওয়ার পর শরণখোলা উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন মোঃ হাবিবুর রহমান। ১৯৮৪ খ্রিস্টাব্দে শরণখোলা উপজেলা সৃষ্টির সময় উপজেলায় ইউনিয়নের সংখ্যা ছিল চারটি। ইউনিয়ন গুলি হচ্ছে- ১. ধানসাগর, ২.খোন্তাকাটা, ৩. রায়েন্দা, ৪. সাউথখালী।